Homeঅর্থনীতিআইএফআইসি ব্যাংকে নারী দিবস-২০২৫ উদ্‌যাপন

আইএফআইসি ব্যাংকে নারী দিবস-২০২৫ উদ্‌যাপন


‘অগ্রযাত্রায় হোক নারীর জয়গান, অমূল্য তোমাদেরই অবদান’—প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদ্‌যাপন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। আজ শনিবার পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা।

এ সময় সৈয়দ মনসুর বলেন, ‘নারীর ক্ষমতায়নে আইএফআইসি ব্যাংক দেশের ব্যাংকিং খাতে অগ্রগামী ভূমিকা পালন করছে। আমাদের মেধাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের আওতায় বর্তমানে নারী কর্মীর সংখ্যা ৩০ শতাংশ, যা ব্যাংকিং ইন্ড্রাস্ট্রিতে অগ্রগণ্য।’ ১ হাজার ৪০০-এর বেশি শাখা-উপশাখার মধ্যে ইতিমধ্যে ২৮৩টি সরাসরি নারীদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, মো. মনিতুর রহমান, কে এ আর এম মোস্তফা কামাল, ইকবাল পারভেজ চৌধুরীসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্টরা।

এ সময় চলতি বছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য #AccelerateAction-এর আলোকে আইএফআইসি ব্যাংক কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত