Homeঅর্থনীতিঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।


রমজানের ৬ষ্ঠ দিনে গতকাল শুক্রবার রাজধানী ঢাকার পল্লবী প্রিন্স কিচেন কনভেনশন সেন্টারে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি (পাবনা জেলাধীন আংশিক সাথিয়া, বেড়া, আমিনপুর থানা) আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল— ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

কাশিনাথপর এর কৃতি সন্তান রোটারি পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর এএফএম আলমগীর এফসিএ, (চীফ এক্সিকিউটিভ পার্টনার-আর্টিসান চার্টার অ্যাকাউন্টেন্টস) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিনাথপুরের কৃতি সন্তান ও যমুনা ব্যাংক পিএলসির এমডি ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আজহারুল ইসলাম (সাবেক মেম্বার পিডিবি), সাংবাদিক পারভেজ খান (প্রতিষ্ঠাতা সভাপতি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন), মোহাম্মদ খাইরুজ্জামান কামাল (জ্যেষ্ঠ সাংবাদিক, বাসস), অ্যাডভোকেট রফিকুল ইসলাম (সুপ্রিম কোর্ট বাংলাদেশ), মো. জবদুল ইসলাম পরিচালক, বাংলাদেশ ব্যাংক, মো. সাইদুল ইসলাম, পরিচালক পাসপোর্ট অধিদপ্তর।

আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য দেন মো. রাকিব, মো. শাকিল হোসেন তনু, মো. সোহেল রানা জিন্নাহ, উইং কমান্ডার এস এম রাকিব হাসান, মো. উজ্জল হোসাইন, মো. ইমদাদুল হক মাসুম, মো. মাসুদ খান, মো. তোফায়েল আহমেদ সিন্টু, প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, মো. মনিরুল ইসলাম সুজন, মো. আজাদ সিদ্দিকী, অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম মুকুল, অ্যাডভোকেট মো. আলাউদ্দিন আজাদ।

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর সামগ্রিক বিষয়ে আলোচনা করেন মো. আসাদুজ্জামান সুজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাশিনাথপুরের কৃতি সন্তান ব্যাংক কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম।

ঢাকায় বিভিন্ন পেশায় কর্মরত পাবনা জেলার বৃহত্তর কাশিনাথপুর এর সবাইকে নিয়ে গঠিত ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে এমন আয়োজনকে সাধুবাদ জানানো হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই সংগঠনের মাধ্যমে ঢাকায় বসবাসরত বৃহত্তর কাশিনাথপুর এলাকার সকলের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে।

উপস্থিত অতিথিবৃন্দ বলেন, ঢাকাতে এমন আয়োজন এর আগে কখনোই হয়নি। এই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে পারব। আলোচনা পরবর্তীতে দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য উত্তর বঙ্গের প্রবেশদ্বার কাশিনাথপুর, পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় অবস্থিত। কাশীনাথপুরের দক্ষিণ-পশ্চিমে আহম্মদপুর ও ক্ষেতুপাড়া ইউনিয়ন, উত্তরে চাকলা ও করমজা ইউনিয়ন, পূর্বে জাতসাখিনি ইউনিয়ন দ্বারা বেষ্টিত। কাশীনাথপুরের দক্ষিণ দিক দিয়ে আত্রাই নদী প্রবাহিত।

উল্লেখ্য, ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি ২০২৪ সালে ঢাকায় ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ঈদে দুস্থদের মাঝে খাবার বিতরণ, বাস, লঞ্চ ও ফেরি ঘাটে ঈদে চলাচল যাত্রীদের জন্য সচেতনতা মূলক ব্যানার ও ফেস্টুন লাগানো, কাশিনাথপুরের চা চক্র ও স্কুল মাঠ পরিষ্কার অভিযান, দেশের ভয়াবহ বন্যায় বিমানবাহিনীর কাছে বন্যার্তদের জন্য খাবার বিতরণ, বৃহত্তর কাশিনাথপুর এলাকার এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করা হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত