মুক্তিযুদ্ধের পর থেকে আওয়ামী লীগ একদলীয় রাষ্ট্র কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
সম্প্রতি একটি অনলাইন আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
সারোয়ার তুষার বলেন, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র যেটা আমাদের প্রথম অস্থায়ী সংবিধান সেটাকে তারা ওভারলুক করে একটা নতুন সংবিধান করে নেয়, যদিও তাদের সেই ম্যান্ডেট ছিল না গণপরিষদ গঠন করার কিন্তু তারা একটা গণপরিষদ গঠন করে সম্পূর্ণ দলীয় একটা সংবিধান প্রণয়ন করে। সেখানে তারা সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মরিপেক্ষতা এবং গণতন্ত্র এই চারটাকে মূলনীতি হিসেবে গ্রহণ করে।
তিনি বলেন, সংবিধান প্রণয়নের আগেই ১৯৭২ সালের ১৯ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান একটি দলীয় সমাবেশে বলেছিলেন এই চারটিই হবে আমাদের মূলনীতি। অর্থাৎ এই চারটি মূলনীতি হচ্ছে একটি দলীয় মূলনীতি। এর ব্যাপারে সমাজে কিন্তু তখন জাতীয় ঐক্য ছিল না। অন্যান্য দল থেকে গৃহীত ছিল।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=oDO8fkmTrGg