Homeবিনোদনসেঞ্চুরির পথে মুকিত জাকারিয়া | কালবেলা

সেঞ্চুরির পথে মুকিত জাকারিয়া | কালবেলা


মুকিত জাকারিয়া। একাধারে একজন অভিনেতা ও মডেল। একটা সময় একটি বিজ্ঞাপনী সংস্থায় চাকরি করলেও পরবর্তী সময়ে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে রাতারাতি তারকাখ্যাতি পান তিনি। করেন নাটকেও অভিনয়। যে কারণে পরে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা এবং অভিনয়ই তার পেশা হয়ে দাঁড়ায়। নোয়াখালীর সন্তান মুকিত জাকারিয়ার বাবার চাকরিসূত্রে জন্ম চট্টগ্রামে। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় প্রথম মুকিত জাকারিয়াকে বাংলালিংকের মিসকল মফিজ বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা যায়। এরপর থেকে আজ অবধি তাকে ৯৬টি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা গেছে। তার ভাষ্যমতে, প্রায় প্রতিটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে তিনি অভূতপূর্ব সাড়া পেয়েছেন। সর্বশেষ মুকিত জাকারিয়া চিত্রনায়িকা তানহা তাসনিয়ার সঙ্গে একটি চালের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। আর চারটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেই ১০০টি বিজ্ঞাপনের মডেল হিসেবে খ্যাতি অর্জন করবেন তিনি।

এ নিয়ে মুকিত জাকারিয়া বলেন, ‘এটা সত্যি যে, বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে করতে কখন যে প্রায় একশটি বিজ্ঞাপনে কাজ করা হয়ে উঠবে এটা ভাবিনি। তবে আমি সবসময়ই চেষ্টা করেছি পণ্যের প্রচারণায় নিজেকে যথাযথভাবে উপস্থাপন করতে। কারণ সিনেমায় একটি স্টোরি দর্শকের সামনে পারফেক্টলি উপস্থাপন করা হয় দেড়-দুই ঘণ্টায়। আবার নাটকে ৪০-৫০ মিনিটে। কিন্তু বিজ্ঞাপনে তা উপস্থাপন করতে হয় ৩০-৪০ সেকেন্ডে। যে কারণে পরিচালককে অনেক শ্রম দিয়ে, কষ্ট করে, বুদ্ধিমত্তা দিয়ে বিজ্ঞাপন নির্মাণ করতে হয়। ধন্যবাদ জানাই আমার সব বিজ্ঞাপন ও নাটকের নির্মাতাদের।’

এদিকে কায়সার আহমেদের ‘গোলমাল’, শাহরিয়ার তাসদিকের ‘সিটি লাইফ’সহ তপু খান, ইমরান হাওলাদারের ধারাবাহিকে অভিনয় করছেন মুকিত। এরই মধ্যে হারুন রুশোর তিনটি খণ্ড নাটকে অভিনয়ের কাজ শেষ করেছেন। করেছেন সিনেমাতেও অভিনয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত