আপেলছুরি নেই, তাই নখ দিয়েআপেল—দু’ফালা করে কাটিদ্যাখো যৌথতা, একাকিত্বকী ভীষণ মৃত্যুসম!নখের আঘাতে চুরচুর ভাঙিসবুজ ফলের ক্লিশে উদ্দামতাঅপেক্ষায়, ক্ষয়িষ্ণু ঠোঁটদুটোতাকে দেই চিবিয়ে খাবার জোরধীরে ধীরে অথবা ক্ষীপ্রতায়জ্বরাক্রান্ত মুখে হুলুস্থুল মিশে যায়খিদে আর আপেলের সুঘ্রাণ!স্রোতের বিপরীতেমা যেন অভাগা দেশের এক করুণ মানচিত্রশাড়ি খুলে নিলে, উলঙ্গ নয়, সরে যেতে থাকে জীবনের থেকে দূরেশূন্য হাঁড়িতে… বিস্তারিত