Homeবিনোদনবিয়ের পিঁড়িতে মিলন, পাত্রী কে?

বিয়ের পিঁড়িতে মিলন, পাত্রী কে?


আবারও নতুন জীবনের পথে পা রাখলেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের এক হোটেলে পারিবারিক আয়োজনের মাধ্যমে তিনি বিয়ে করেন তানিয়া শারমীন শিপাকে। ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নির্মাতা চয়নিকা চৌধুরী বিয়ের খবরটি নিশ্চিত করে বলেন, ‘গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে মিলন ও শিপার বিয়ে হয়েছে। আজ মিলনের আমন্ত্রণে এসেছি, তাদের একসঙ্গে দেখে ভালো লাগছে। ওদের জন্য অনেক শুভকামনা।’

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘অসংখ্য শুভেচ্ছা মিলন ও শিপা ভাবিকে। অনেক ভালো লাগলো। সুখে থেকো, আনন্দে থেকো।’ তবে তিনি বিয়ের নির্দিষ্ট স্থান বা আয়োজনের বিস্তারিত উল্লেখ করেননি।

উল্লেখ্য, ২০২২ সালে ক্যানসারের সঙ্গে লড়াই করে যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন অভিনেতার দ্বিতীয় স্ত্রী পলি আহমেদ। এর আগে, ১৯৯৯ সালে তিনি প্রথম বিয়ে করেন লুসি গোমেজকে, তবে ২০১৩ সালে তাদের বিচ্ছেদ হয়।

দ্বিতীয় সংসার নিয়ে মিলন এতদিন প্রকাশ্যে কিছু বলেননি, তবে ২০১৩ সালে স্ত্রী-পুত্রের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জানা যায়, তার স্ত্রীর নাম পলি আহমেদ এবং সন্তানের নাম মিহ্রান।

এবার নতুন জীবনসঙ্গী শিপাকে নিয়ে নতুন অধ্যায়ের সূচনা করলেন এই অভিনেতা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত