Homeবিনোদনঈদে আসছে ‘ছোটকাকু চ্যাপ্টার টু’

ঈদে আসছে ‘ছোটকাকু চ্যাপ্টার টু’


শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। ১৭ বছর ধরে প্রতি ঈদে এই সিরিজ নিয়ে তৈরি হয় ধারাবাহিক নাটক। এবার রোজার ঈদ উপলক্ষেও নির্মিত হয়েছে ছোটকাকু। তবে এবারের আয়োজনটা আরও বড়। নির্মাতারা এর নাম দিয়েছেন ‘ছোটকাকু চ্যাপ্টার টু’। ওয়েব ফিল্ম আকারে নির্মাণ হলেও প্রচার হতে পারে সিরিজ আকারেও।

ছোটকাকু সিরিজের নতুন পর্বের নাম ‘মিশন মুন্সিগঞ্জে’। সবশেষ গত কোরবানি ঈদে প্রচার হওয়া ‘হবিগঞ্জের হরবোলা’র মতো এবারও ছোটকাকু পরিচালনা করেছেন অনিমেষ আইচ। ইতিমধ্যে শেষ হয়েছে শুটিং। নির্মাতা জানান, এবার আরও বড় আয়োজনে নির্মাণ হয়েছে। কয়েক দিনের মধ্যে সিদ্ধান্ত হবে সিনেমা নাকি সিরিজ হিসেবে মুক্তি দেওয়া হবে এটি। ১৭ বছর ধরে ছোট পর্দায় প্রচার হয়ে আসছে ছোটকাকু। ওটিটির পাশাপাশি টিভিতে দেখা যাবে কি না—জানতে চাইল নির্মাতা জানান, এখনো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অনিমেষ আইচ বলেন, ‘এবার ছোটকাকু আসছে নতুন আঙ্গিকে। আমরা এটাকে ছোটকাকু চ্যাপ্টার টু বলছি। সিনেমা হিসেবেই এটি নির্মাণ করা হয়েছে। সেভাবেই শুটিং, ডাবিং, এডিটিং করা হচ্ছে। যেহেতু ছোটকাকু ছোট পর্দায় প্রচার হয়ে আসছে, তাই এ বিষয়টি নিয়েও ভাবতে হচ্ছে। কয়েক দিনের মধ্যেই জানাতে পারব এবারের ছোটকাকু কোন ফরম্যাটে মুক্তি পাবে।’

অনিমেষ আইচ

অনিমেষ আইচ

১৭ বছর ধরে ছোটকাকু চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। বরাবরের মতো এবারও ছোটকাকু হয়ে রহস্যভেদ করবেন তিনি। ছোটকাকু সিরিজ নিয়ে আফজাল হোসেন বলেন, ‘ছোটকাকুর সঙ্গে আমার একটা ভালোবাসার বিষয় আছে। আমি ঢাকা শহরে এসে প্রথমে শিশু-কিশোর সংগঠনের সঙ্গে যুক্ত হই। সেই যুক্ত হওয়ার কারণে, আমি যে মানুষটি এসেছিলাম, তার চিন্তাভাবনাগুলো বদলায়। সে হিসেবে আমার সর্বক্ষণ মনে হয়, এই যে শিশু-কিশোরদের জন্য কিছু করতে চাওয়া, এটা একেবারেই এখন নেই। তাই এটা করা।’

ছোটকাকু মিশন মুন্সিগঞ্জের চমক চঞ্চল চৌধুরী। এই প্রথম এই ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। তাঁর অভিনীত চরিত্র ঘিরেই গড়ে উঠেছে গল্প। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আশনা হাবিব ভাবনা, তানভীর হোসেন প্রবাল, জয়রাজ, শিশুশিল্পী তানভীর হোসেন রিফাত প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত