কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার লুৎফুল কবিরকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বৃহস্পতিবার (৬ মার্চ) এনবিআর থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার মো. লুৎফুল কবির যশোরে বদলির আদেশের বিরুদ্ধে অসদাচরণ করেছেন। এই অভিযোগে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেহেতু সরকারি কর্মচারী বিধি অনুযায়ী কর্তৃপক্ষ তাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করেন। এনবিআরের অফিস আদেশে বলা হয়েছে—মো. লুৎফুল কবির, যুগ্ম কমিশনারকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।