পদ্মা সেতুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে জালিয়াতির মাধ্যমে ২৩টি চেকের বিপরীতে সরকারের ১০ কোটি আত্মসাতের অভিযোগে সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটকসহ ২৩ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৫ মার্চ) দুদকের সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরে সংস্থাটির উপপরিচালক আতিকুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
প্রমথ রঞ্জন ঘটক বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সহকারী পরিচালক হিসেবে কর্মরত। এছাড়া সাবেক সার্ভেয়ার রাসেল আহম্মেদ ও নাসির উদ্দিনকেও মামলায় আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন- আলো পত্তনদার, আব্দুল মালেক মৃধা, সুরুজ মিয়া, রাজিয়া বেগম, আব্দুল কাদির কাজী, শাহিন বেপারী, কুলসুম বিবি, আতিকুর রহমান, মিলন শেখ, জিল্লুর রহমান, মনির মিয়া, জোসনা বেগম, আখি বেগম, আলম আলী বেপারী, হাছিনা বেগম, আছমা বেগম, আওলাদ হোসেন, ফরিদা বেগম, মতিউর রহমান ও সুধাংশু কুমার মন্ডল।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা সরকারি খাস জমি, অর্পিত সম্পত্তি ও অন্যের মালিকানাধীন সম্পত্তির ভুয়া রেকর্ড তৈরি করে জাল-জালিয়াতি, দুর্নীতি, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২৩টি চেকের বিপরীতে সরকারের ৯ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ৫৪ টাকা আত্মসাৎ করেছেন।
এ ইউ/