প্রকাশিত: ২৩:২১, ৪ মার্চ ২০২৫
ভারতের বিপক্ষে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার রান যদি ২৮০’র বেশি হতো তাহলে ম্যাচের ফল ভিন্ন হলেও হতে পারত। ম্যাচ শেষে অজি অধিনায়ক স্টিভেন স্মিথও একই কথা বলেছেন। তবে অনভিজ্ঞ বোলিং ইউনিটের কথাও বলেছেন তিনি।
‘‘আমাদের বোলাররা ভালো করেছে। স্পিনাররা তাদের চেপে ধরেছিল এবং ম্যাচটি শেষ পর্যন্ত নিয়ে গেছে। আসলে উইকেটটা কিছুটা ট্রিকি ছিল। সেখানে আমরা ভালো করেছি। পুরো ম্যাচ জুড়ে উইকেট একইরকম ছিল। স্পিনারদের জন্য কিছুটা স্লো ও স্কিড করছিল। তবে ব্যাটিং কন্ডিশনটা সহজ ছিল না। আমার মনে হয় আমরা যদি আর কিছু রান করতে পারতাম। যদি আমাদের ২৮০’র বেশি রান হতো, তাহলে ম্যাচটা ভিন্ন হতে পারব।’’
তিনি একসঙ্গে একাধিক উইকেটের পতন ও অনভিজ্ঞ বোলিং ইউনিটের কথাও বলেন। তবে এই দলটি ভবিষ্যতে ভালো করবে বলেই তার বিশ্বাস, ‘‘আসলে ম্যাচের বেশ কয়েকটি পর্যায়ে এক উইকেট হারানোর পর পর আরও একটি উইকেট হারিয়েছি আমরা। আমাদের বোলিং ইউনিট বলতে গেলে অনভিজ্ঞ ছিল। কিছু ব্যাটসম্যান হাল ধরেছিল। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে তারা দারুণভাবে প্রভাব বিস্তার করে ব্যাটিং করেছিল। আশা করি ভবিষ্যতে তারা আরও বড় বড় ম্যাচ জিতবে এবং আরও অনেক ভালো করবে।’’
ভারত আগামী রোববার (০৯ মার্চ, ২০২৫) নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে ফাইনাল খেলবে একই ভেন্যুতে।
ঢাকা/আমিনুল