চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বড় পুঁজি না হলেও অস্ট্রেলিয়া প্রতিদ্বন্দ্বিতা করার মতো স্কোর গড়লো। ভারতের স্পিনারদের সামলে নিয়ে স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারির হাফ সেঞ্চুরিতে তারা ২৬৪ রান করেছে। ইনিংসের তিন বল বাকি থাকতে তাদের অলআউট করে ভারত।
আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪ রানে কুপার কনলি (০) ডাক মারেন। স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেড ৫০ রান তুলে বিচ্ছিন্ন হন। বরুণ চক্রবর্তীর শিকার হন হেড, ৩৩ বলে ৫ চার ও ২ ছয়ে ৩৯ রান করেন তিনি।
স্মিথ ও মার্নাস লাবুশেনের জুটি ছিল ৫৬ রানের। রবীন্দ্র জাদেজার বলে ২৯ রানে থামেন লাবুশেন। একপ্রান্ত আগলে রেখে স্মিথ হাফ সেঞ্চুরি তুলে নেন। তার সঙ্গে জশ ইংলিস (১১) থেমে যান ৩৪ রানের জুটি গড়ে।
স্মিথ ও ক্যারি একসঙ্গে প্রতিরোধ গড়েন। তবে দুইশ হওয়ার আগেই তাদের ৫৪ রানের জুটি ভেঙে যায়। স্মিথ ৭৩ রান করে মোহাম্মদ শামির শিকার হন।
গ্লেন ম্যাক্সওয়েল (৭), বেন ডারশুইশের (১৯) বিদায় নেওয়ার পথে ক্যারিও হাফ সেঞ্চুরির দেখা পান। তিনি ইনিংসের তিন ওভার বাকি থাকতে ৬১ রানে রান আউট হন।
শেষ দিকে নাথান এলিস (১০) ও অ্যাডাম জাম্পা (৭) উইকেট হারানোর আগে রান বাড়িয়ে নেন।
ভারতের পক্ষে শামি সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে পান জাদেজা ও বরুণ।