Homeদেশের গণমাধ্যমেখুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে দাবিতে ঝাড়ু মিছিল

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে দাবিতে ঝাড়ু মিছিল


খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে দাবিতে স্থানীয় মহিলারা ঝাড়ু নিয়ে মিছিল করেছেন। মঙ্গলবার (০৪ মার্চ) বেলা সাড়ে ১২টায় নিরালা মোড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

‘এলাকাবাসী’র ব্যানারে আয়োজিত ঝাড়ু মিছিল কর্মসূচি থেকে ভিসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বিভিন্ন রকম স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ মিছিলকারীরা। মিছিলটি ক্যাম্পাসের সামনের রাস্তায় ঘুরে মূল ফটকের সামনে এসে শেষ হয়।

এ সময় স্থানীয়রা বক্তব্য বলেন, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মাহবুবুর রহমান ভিসি হওয়ার পর থেকে শেখ বাড়ির আশীর্বাদপুষ্ট হয়ে দুর্নীতির মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করেছে। তাই বিশ্ববিদ্যালয়ে আওয়ামী আমলে অবৈধ নিয়োগকে সম্পূর্ণ বাতিল করতে চায় স্থানীয় এলাকাবাসী।

তারা বলেন, একটি বিশেষ বাড়ির কোনো নিয়োগকে আমরা মানতে পারি না এবং মানব না।

এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতা মনিরুজ্জামান মনি, হাবিবুর রহমান হাবিব, নাগরিক সমাজের প্রতিনিধি মো. নাসির আহমেদ, মাসুদুল হক রানা, জাকির হোসেন, সাইদুর রহমান,আল আমিন হোসেন, নারী নেত্রী শারমিন আক্তার, মেহেরুন নেসা মিতু, ফারজানা আক্তার মিম, ফাতেমা তুজ জোহরা, মিস খাদিজা, তুলি, মেরুন্নেছা সাথী, রেহেনা, কুলসুম, ফাতেমা, পলি, পুতুল, লুবনা পারভীন প্রমুখ।

এর আগে সোমবার (০৩ মার্চ) চিকিৎসকরা মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত