তবে রোহিতের টস–ভাগ্য প্রসন্ন না হওয়ায় ভারতের একটি রেকর্ড আরও বড় হলো। ওয়ানডেতে এ নিয়ে টানা ১৪ টস হারল ভারত, যা বিশ্ব রেকর্ড। আহমেদাবাদে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে টস হারের পর দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে প্রতি ম্যাচেই টস হেরেছে ভারত। এরপর চ্যাম্পিয়নস ট্রফিতে হেরেছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে। তবে এ পথে দুর্ভাগ্যের দায় শুধু রোহিতের একার নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে লোকেশ রাহুল ভারতের অধিনায়কত্ব করায় তাঁরও কিছুটা দায় থেকে যায়।
ওয়ানডেতে এর আগে টানা সর্বোচ্চ ১১ ম্যাচে টস হারের রেকর্ড ছিল নেদারল্যান্ডসের। শুধু ভারত ও নেদারল্যান্ডসই টানা অন্তত ১০ ম্যাচে টস হেরেছে।