Homeঅর্থনীতিযন্ত্রপাতি আমদানিতে চীনের হাইতিয়ানের সঙ্গে আরএফএলের চুক্তি

যন্ত্রপাতি আমদানিতে চীনের হাইতিয়ানের সঙ্গে আরএফএলের চুক্তি


প্লাস্টিক পণ্য উৎপাদন কারখানার জন্য যন্ত্রপাতি আমদানি করতে চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে আরএফএল গ্রুপ। আজ রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে চুক্তিটি স্বাক্ষর হয়। প্রাণ-আরএফএল গ্রুপের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরএফএল গ্রুপের এমডি আর এন পাল এবং হাইতিয়ান গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জিয়াং লিনফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। গৃহস্থালি প্লাস্টিক পণ্যের রপ্তানি বাড়াতে গাজীপুরের কালীগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে নতুন একটি কারখানা করছে আরএফএল গ্রুপ।

অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিকের উপব্যবস্থাপনা পরিচালক মো. তৌকিরুল ইসলাম, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজের উপব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার পোদ্দার, হাইতিয়ান গ্রুপের মহাব্যবস্থাপক (বিক্রয়) লি হুফেং প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরএফএল গ্রুপের এমডি বলেন, বর্তমানে দেশের বিনিয়োগ পরিস্থিতি নানা চ্যালেঞ্জের মুখোমুখি। বেসরকারি বিনিয়োগের গতি মন্থর হয়ে পড়েছে। এই প্রতিকূলতার মধ্যেও আরএফএল নতুন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে, যা দেশের জন্য একটি ইতিবাচক বার্তা। এই প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে। তিনি আরও বলেন, আগামী মে মাসের মধ্যে কারখানার উৎপাদন কার্যক্রম শুরু হবে। এতে প্রায় ২ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান হবে। এই বিনিয়োগে আরএফএলের রপ্তানি বাড়বে চার কোটি ডলার।

হাইতিয়ান গ্রুপের ভাইস প্রেসিডেন্ট বলেন, এই রপ্তানি আদেশ শুধু সংখ্যা দিয়ে বিবেচনা করলে হবে না, এটি উৎপাদন ক্ষেত্রে অগ্রগতি, দক্ষতা ও টেকসই ব্যবস্থাকেও নির্দেশ করে। প্রাণ-আরএফএলের অব্যাহত সাফল্যে অবদান রাখতে পেরে হাইতিয়ান গ্রুপ সম্মানিত।

আরএফএল গ্রুপ প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগে রপ্তানিমুখী প্লাস্টিক পণ্য উৎপাদনে এই কারখানা করতে যাচ্ছে। বিনিয়োগ করা এই অর্থ রপ্তানিমুখী নতুন কারখানার যন্ত্রপাতি ও ভবন নির্মাণে ব্যবহার করা হবে। নিজস্ব অর্থায়ন এবং ব্যাংকঋণের মাধ্যমে এই অর্থের সংস্থান করা হবে।

প্লাস্টিক পণ্য রপ্তানিতে দেড় যুগের অভিজ্ঞতা রয়েছে আরএফএলের। ২০০৭ সালে ভারতে গৃহস্থালি প্লাস্টিক পণ্য পাঠানোর মধ্য দিয়ে তাদের রপ্তানি শুরু। বর্তমানে বিশ্বের ৮০টি দেশে তাদের প্লাস্টিক পণ্য যায়। গত ২০২৩-২৪ অর্থবছরে ৪ কোটি ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি করেছে আরএফএল।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত