অনেকের মতে, জুনাইদ প্রথার বাইরে হেঁটে অভিনয়জগতে পা রেখেছিলেন। এ প্রসঙ্গে আমির-পুত্রের ভাষ্য, ‘সত্যি বলতে, আমার মনে হয় না যে আমি প্রথার বাইরে হেঁটেছি। এটা ঠিক যে ছবির কাহিনিতে বেশ নাটকীয়তা ছিল। আর এই ছবির আগে আমি একাধিক ছবির জন্য অডিশন দিয়েছিলাম। সব জায়গায় আমি প্রত্যাখ্যানই পেয়েছিলাম। অবশেষে ‘মহারাজ’ ছবির জন্য আমাকে নির্বাচন করা হয়েছিল।’