Homeখেলাধুলাশেষ ম্যাচ জিতে সিরিজ ৪-১ করল বাংলাদেশ

শেষ ম্যাচ জিতে সিরিজ ৪-১ করল বাংলাদেশ


নেপালকে ৪৫-২৭ পয়েন্টে হারিয়ে ৪-১ ব্যবধানে কাবাডি টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পল্টন ময়দানে অনুষ্ঠিত পঞ্চম ও শেষ ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১৯-১৫ পয়েন্টে এগিয়ে ছিল।

মাচের শুরুতে অতিথি দল ২-০ পয়েন্টে লিড নিয়েছিল। পরবর্তী সময়ে লড়াই চলেছে সমানতালে। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে দিপায়ন গোলদার এক রেইডে ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন। দ্রুতই প্রতিপক্ষ দলকে অলআউট করে বাংলাদেশ ১৩-৬ পয়েন্টের লিড নেয়। বিরতির পরও নেপালের শুরুটা ছিল ইতিবাচক। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে লড়াইটা অসম হয়ে পড়ে। শেষ পর্যন্ত ৪৫-২৭ পয়েন্টে সহজ জয়ে সিরিজের ব্যবধান ৪-১ করে নিয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে ৫৩-২৯ পয়েন্টে জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ৪৫-৪২ পয়েন্টে হারিয়ে সিরিজে সমতা আনে নেপাল। পরের তিন ম্যাচের স্কোরলাইন ছিল ৪২-৩৭ ও ৪৯-২৪। পঞ্চম ম্যাচের সেরা হয়েছেন বাংলাদেশ অধিনায়ক মিজানুর রহমান। এ রেইডারের হাতে উঠেছে সিরিজ সেরার পুরস্কারও। সিরিজের সেরা রেইডারের স্বীকৃতি পেয়েছেন নেপাল অধিনায়ক রোকা মাগার। যৌথভাবে সেরা কেচার হয়েছেন বাংলাদেশ দলের রোমান ও নাসির।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহসভাপতি এবং কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, আরেক সহসভাপতি হাফিজুর রহমান খান, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ, কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ইসরাইল হাওলাদার, পুলিশের ডিআইজি মো. মনিরুজ্জামানসহ অন্যরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত