Homeজাতীয়ইলিশের ৫ অভয়াশ্রমে দুই মাস মাছ শিকার নিষিদ্ধ

ইলিশের ৫ অভয়াশ্রমে দুই মাস মাছ শিকার নিষিদ্ধ


জাটকা সংরক্ষণে আগামীকাল ১ মার্চ (শনিবার) থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৬০ দিন দেশের ছয় জেলার পাঁচটি ইলিশ অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার মৎস্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

মৎস্য অধিদপ্তরের ইলিশ শাখার উপপরিচালক মো. সাজদার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতি বছর মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত দুই মাস দেশের পাঁচটি ইলিশ অভয়াশ্রমে কোনো ধরনের মাছ ধরা যাবে না। সংশ্লিষ্ট জেলা মৎস্য অফিসগুলোতে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।’

দেশে ইলিশের পাঁচটি অভয়াশ্রম হলো—চাঁদপুর জেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার (মেঘনা নদীর নিম্ন অববাহিকায় ১০০ কিলোমিটার এলাকা)। ভোলা জেলার মদনপুর/চর ইলিশা থেকে চর পিয়াল (মেঘনা নদীর শাহবাজপুর শাখার ৯০ কিলোমিটার এলাকা)। ভোলা জেলার ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চর রুস্তম (তেঁতুলিয়া নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকা)। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদীর ৪০ কিলোমিটার এলাকা। শরীয়তপুর জেলার নিম্ন পদ্মার ২০ কিলোমিটার এলাকা। বরিশাল জেলার হিজলা, মেহেন্দীগঞ্জ ও বরিশাল সদর উপজেলার কালাবদর, গজারিয়া ও মেঘনা নদীর প্রায় ৮২ কিলোমিটার এলাকা।

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১০ ইঞ্চির ছোট ইলিশকে জাটকা ইলিশ বলা হয়। ১০ ইঞ্চি আকারের একটি ইলিশের বয়স ৮-৯ মাস হয়ে থাকে। মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত অভয়াশ্রমে জাটকা ইলিশের বিচরণ থাকে। জাটকা ইলিশের আকার বৃদ্ধির লক্ষ্যেই অভয়াশ্রমে জেলেদের মাছ শিকার থেকে বিরত রাখা হয়। এ সময় ইলিশ মাছ ক্রয়, বিক্রয়, পরিবহন এবং মজুত নিষিদ্ধ থাকে। আইন অমান্যকারী জেলেদের জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল এবং জরিমানার বিধান রয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত