জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, জুলাই অভ্যুত্থানের শহীদের ত্যাগ আমাদের ওপর এই দায় চাপিয়ে দিয়েছে। এই দায় অস্বীকার করার কোনও উপায় নেই। আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করে যাচ্ছি। সে আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি। আর এই আকাঙ্ক্ষার মূলে আছে এদেশের মানুষের প্রতি আমাদের ওয়াদা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সামান্তা শারমিন বলেন, বাংলাদেশে গত ৫৩ বছর আমাদের একটা বাইনারি পলিটিক্সের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। আমাদের মধ্যে কোনও অপশন ছিল না, হয় একটি না হয় আরেকটি। যেখানে আমরা আমাদের নাগরিক অধিকারের কথা ভুলতে বসেছিলাম।
তিনি বলেন, এখন একটি সময় এসেছে। সেই সময় করে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া গণঅভ্যুত্থান। ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের আমরা বাংলাদেশের একটা রক্তক্ষয়ী ইতিহাসের সমাপ্তি ঘটানোর একটি স্বপ্ন দেখতে পাচ্ছি। এই স্বপ্নের মধ্য দিয়ে আমরা বাংলাদেশে রাষ্ট্র পুনর্গঠনের কথা বলছি। কারণ বাংলাদেশকে কেউ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারেনি। আমাদের এই উদ্যোগ নিতে হবে।