মানিক মিয়া এভিনিউতে চলছে গণঅভ্যুত্থানের নেতৃত্বের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ সমাবেশ। সমাবেশে যোগ দিতে এসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এছাড়াও সমাবেশে এসেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নতুন রাজনৈতিক দলের হাত ধরে দেশের রাজনীতিতে পরিবর্তনের প্রত্যাশা জানিয়েছেন তারা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ২০ মিনিটে শুরু হয় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান।
সমাবেশে যোগ দেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বলেন, বৈষম্যহীন ও ব্যতিক্রমধর্মী একটা রাজনৈতিক দল যেন গঠন হয়। বিশ্ববিদ্যালয় থেকে মাদ্রাসা, চাকরিজীবী থেকে দিনমজুর সকল পর্যায়ের মানুষ যেন অন্তর্ভুক্ত হতে পারে। দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত একটা দেশ গঠনে তারা যেন নেতৃত্ব দিতে পারে— এটাই প্রত্যাশা।
উত্তরা থেকে নতুন রাজনৈতিক দলকে সমর্থন জানাতে এসেছেন নিশান রহমান। তিনি বলেন, যারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার বার্তা দিয়েছে তাদের সমর্থন জানাতে আজ সমাবেশে আসা। তারা পরীক্ষিত, তারা অবশ্যই ভিন্নধারার একটি রাজনীতি আমাদের উপহার দিবে।
চট্টগ্রাম থেকে এসেছেন খাইরুল ইসলাম। তিনি বলেন, সমাবেশে যোগ দিতে গতকাল রাতে চট্টগ্রাম থেকে এসেছি। ইতিহাসের সাক্ষী হতে এসেছি। যাদের নেতৃত্বে স্বৈরাচারের পতন ঘটিয়েছি তাদের নেতৃত্বে এবার নতুন বাংলাদেশ গড়বো।
মোহাম্মদপুর থেকে আসা ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, স্বাধীনতার পর থেকে একধারার রাজনীতি দেখতে দেখতে আমরা বিরক্ত। চাঁদাবাজি, লুটপাট, মারামারি, এগুলো আমরা আর চাই না। নতুন রাজনৈতিক দল দেশের রাজনীতিতে পরিবর্তন আনবে, নতুনভাবে দেশ গঠনে পদক্ষেপ নেবে, আমাদের নাগরিক অধিকার নিশ্চিত করবে— এটাই আশা করছি।