Homeঅর্থনীতিভ্যাসলিন গ্লুটা হায়া লঞ্চ ইভেন্ট

ভ্যাসলিন গ্লুটা হায়া লঞ্চ ইভেন্ট


বিশ্ববিখ্যাত স্কিন কেয়ার ব্র্যান্ড ভ্যাসলিন সম্প্রতি তাদের নতুন পণ্য ‘ভ্যাসলিন গ্লুটা হায়া সিরাম ইন লোশন’ বাজারে আনার ঘোষণা দিয়েছে। গতকাল বুধবার ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় এই নতুন পণ্যের লঞ্চিং ইভেন্ট, ‘দ্য গ্লো সিটি’। ইভেন্টটি উপস্থাপনা করেন বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির খ্যাতনামা তারকা ও কোরিওগ্রাফার আজরা মাহমুদ।

লোশন সাধারণত শীতকালে ব্যবহৃত হয়। কিন্তু ভ্যাসলিনের নতুন গ্লুটা হায়া সিরাম ইন লোশনটি সব ধরনের আবহাওয়ায় এবং সারা বছর ত্বককে ময়েশ্চারাইজড ও গ্লোয়িং রাখতে সহায়তা করবে। এতে রয়েছে এক অভিনব সিরামের মিশ্রণ, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বককে উজ্জ্বল করে তোলে। এর ফর্মুলা দ্রুত শোষিত হয়ে ত্বকের ইনস্ট্যান্ট উজ্জ্বলতা ও স্বাভাবিক সৌন্দর্য বাড়ায়।

গ্লুটা হায়া সিরাম ইন লোশনটি সারা শরীরে ব্যবহারের উপযোগী এবং বিশেষ করে সিরাম ব্যবহারে আগ্রহী কনজ্যুমারদের জন্য উপযুক্ত। এতে রয়েছে শক্তিশালী উপাদান, যা ত্বকের গভীরে কাজ করে ময়েশ্চার লক করে এবং উজ্জ্বলতা বাড়ায়। গরম বা শীত হোক, এটি ত্বককে হাইড্রেট রেখে উজ্জ্বলতা বাড়ায়।

নতুন গ্লুটা হায়া সিরাম ইন লোশনের দুটি ভ্যারিয়েন্ট ‘ডিউই রেডিয়েন্স’ ও ‘ফ্ললেস গ্লো’। ডিউই রেডিয়েন্সে রয়েছে গ্লুটা গ্লো, হায়ালুরন ও নিয়াসিনামাইড, যা ত্বককে ইনস্ট্যান্ট উজ্জ্বলতা দেয়। আর ফ্ললেস গ্লো দাগ কমিয়ে ত্বককে উজ্জ্বল করে তোলে। এতে রয়েছে গ্লুটাথিয়ন, হায়ালুরন ও প্রো-রেটিনল। এই লোশনগুলো নন-স্টিকি ও লাইটওয়েট ফর্মুলায় তৈরি, যা সারা বছর ব্যবহারের জন্য উপযুক্ত।

ইভেন্টে দেশের খ্যাতনামা ইনফ্লুয়েন্সার, বিউটি এক্সপার্ট, সেলিব্রিটি ও মিডিয়া ব্যক্তিত্বরা ছিলেন। ইভেন্টে বিভিন্ন ইন্টারেকটিভ জোন ছিল, যেমন গ্লুটা গ্লো জোন, যেখানে অতিথিরা প্রোডাক্ট ব্যবহার করে এর ইনস্ট্যান্ট রেজাল্ট পেতে পারেন। এ ছাড়া ছিল গ্লো ক্যাফে, গ্লো ফ্রেম ও গ্লো রানওয়ে। ইভেন্টটি ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি ছিল, যা ইনফ্লুয়েন্সারদের আরও কনটেন্ট তৈরিতে উৎসাহিত করেছিল।

ইভেন্ট শেষে অতিথিরা এক্সক্লুসিভ গুডি ব্যাগ পেয়েছিলেন, যাতে ছিল ভ্যাসলিন গ্লুটা হায়ার বিশেষ গিফট প্যাক। প্রোগ্রামের শেষে আজরা মাহমুদ ইউনিলিভার বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ইভেন্টটি শেষ করেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত