২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ এ রায় দেন।
সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনকে ১০ বছর করে এবং বাকি ৪৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। পরে আপিল বিভাগ ২০২২ সালে দায়রা জজ আদালতে সেই দণ্ড বহাল রাখেন। এরপর তিনি হাইকোর্টে রিভিশন করেন।
হাবিবের আইনজীবী মো.আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ২০০২ সালে ওই হামলার অভিযোগে তিনটি মামলা হয়েছিল। হত্যাচেষ্টা ছাড়া বাকি দুটি অস্ত্র ও বিস্ফোরক আইনের। তিনটিতেই পৃথকভাবে সাজা হয়েছে। হত্যাচেষ্টা মামলায় হাবিবকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বাকি দুটো হাইকোর্টে বিচারাধীন।