নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ পদে থাকার জন্য গতকাল (বুধবার) দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকালে এ তথ্যও জানান সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার।
গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসিরের নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মাদ সিয়াম, কেন্দ্রীয় সিনিয়র সদস্য সচিব নাঈম আবেদীন। কমিটির সদস্যদের মধ্যে তাহমিদ আল মুদাসসির ঢাকা বিশ্ববিদ্যালয়, তৌহিদ মোহাম্মদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নাঈম আবেদীন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
উল্লেখ্য, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আত্মপ্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সমন্বয়ে গঠিত নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’। তবে আত্মপ্রকাশের দিনই শীর্ষ পদে থাকা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টির কারণ জানতে এই তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটি।