বলিউডের তরুণ সেনসেশন পালক তিওয়ারি। সালমান খানের ‘কিসি কা ভাই কিসিকি জান’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে বি-টাউনে নাম লেখান তিনি। তবে তারকাকন্যা হওয়ায় আগে থেকেই ছিলেন আলোচনায়। এবার তাকে দেখা যাবে ওয়েব সিরিজে। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা।
গণমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিনেমার পর পালক তিওয়ারি এবার নাম লেখাতে যাচ্ছেন ওটিটিতে। যেখানে তার সঙ্গে আরও অভিনয় করবেন র্যাপার কিং। যাদের দুজনকে ভাই বোনের সর্ম্পকে অভিনয় করতে দেখা যাবে। এটি একটি ফ্যামিলি ড্রামা গল্পে নির্মিত হবে। থাকবে ৯ পর্ব। তবে এর নাম এখনো ঠিক হয়নি।
কাজটি সর্ম্পকে পালক জানান, ওটিটিতে কাজ করার বিষয়ে আগে থেকেই ইচ্ছা ছিল। এমন একটি গল্পে কাজর সুযোগ পেয়ে তিনি আনন্দিত।
এদিকে ২৬ ফেব্রুয়ারি (গতকাল) প্রকাশ পেয়েছে পালকের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ভূতনি’-এর টিজার। সিনেমাটি এ বছরের ১৮ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে। এই ছবিতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, মৌনি রায়, সানি সিংসহ আরও অনেকে।