Homeপ্রবাসের খবরবিশ্বব্যাপী ৭৯ ভাষায় ১২ লাখ কোরআন বিতরণ করবে সৌদি

বিশ্বব্যাপী ৭৯ ভাষায় ১২ লাখ কোরআন বিতরণ করবে সৌদি


ইসলামের শান্তির সুমহান বার্তা পৌঁছানোর লক্ষ্য নিয়ে ১২ লাখ কোরআন শরীফ বিতরণ করবে সৌদি আরব।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদন বলা হয়, যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই বিশাল উদ্যোগটির অনুমোদন দিয়েছেন।

প্রতিবেদন বলা হয়, বিশ্বের ৭৯টি ভাষায় অনুবাদকৃত কোরআন শরীফগুলো ইসলামিক ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোর পাশাপাশি সৌদি আরবের বিদেশি দূতাবাসগুলোতেও পাঠানো হবে।

সৌদি প্রেস এজেন্সির বরাতে প্রতিবেদনে বলা হয়, এটি প্রিন্স সালমানের ‘কোরআন উপহার দেওয়ার প্রোগ্রামের’ অংশ, যা মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে।

এ বিষয়ে সৌদি ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুলতিফ আল-আশেখ প্রিন্স সালমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রিন্স সালমান বিশ্বের সব মুসলিমের প্রতি তার দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন।

তিনি আরও বলেন, এই কোরআনগুলো বিশ্বের সবচেয়ে উন্নত কাগজে নিখুঁতভাবে প্রিন্ট করা হয়েছে, এবং বিশেষ করে রমজান মাসে মুসল্লিরা এই কোরআনগুলো থেকে গভীর উপকার পাবেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দফায় কোরআন শরীফগুলো ৪৫টি দেশে পাঠানোর প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। রমজান মাসের আগেই কোরআনগুলো বিতরণ করা হবে, এবং এর জন্য প্রয়োজনীয় সময় অনুযায়ী সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করা হয়েছে।

আরব নিউজের ওই প্রতিবেদন বলা হয়, এই মহৎ উদ্যোগ সৌদি আরবের মুসলিম বিশ্বে তাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং ধর্মীয় দায়বদ্ধতার একটি অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হবে। এর মাধ্যমে বিশ্বের মুসলিমরা একসঙ্গে ইসলামের শিক্ষায় আলোকিত হবেন এবং রমজানের পবিত্র মাসে তাদের ধর্মীয় জীবনে আরও গভীরতা যুক্ত হবে।

এ ইউ/ 



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত