Homeদেশের গণমাধ্যমেমান্নার ভাইসহ নাগরিক ঐক্যের ৯ নেতার বিরুদ্ধে মামলা

মান্নার ভাইসহ নাগরিক ঐক্যের ৯ নেতার বিরুদ্ধে মামলা


বগুড়ার শিবগঞ্জে যুবদল নেতা রনি মিয়ার বাড়িতে বোমা হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে উপজেলা নাগরিক ঐক্যের যুগ্ম-আহ্বায়ক এনামুল হকসহ ৯ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরও ৫-৭ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মামলাটি দায়ের করেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রনি মিয়া। শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার ছোট ভাই পিয়াল আহমেদ (৫৫)। এছাড়াও উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলামের স্ত্রী লিপি বেগম (৩৫), উপজেলা নাগরিক ঐক্যের যুগ্ম-আহ্বায়ক এনামুল হক (৪৫), তোফাজ্জল হোসেন (৫৫), সৈকত আমিন বিদ্যুৎ (৩২), সদস্য হারুনুর রশিদ (৫০) উপজেলা যুব ঐক্যে আহ্বায়ক অমিত হাসান (৩৫), বগুড়া জেলা সমন্বয়ক সাইদুর রহমান সাগর (৩৫) ও মোকাররম হোসেন খোকন (৩২)।

মামলায় বলা হয়, ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রনি মিয়ার বাহাগুলপুর গ্রামের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও পেট্রল বোমা অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়ে হত্যার চেষ্টা করে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন কালবেলাকে বলেন, যুবদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ৯ জনকে আসামি করে থানায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত