Homeপ্রবাসের খবরসিনেপ্লেক্সে চলছে ‘ক্যাপ্টেন আমেরিকা’ ও ‘মাই হিরো একাডেমিয়া’

সিনেপ্লেক্সে চলছে ‘ক্যাপ্টেন আমেরিকা’ ও ‘মাই হিরো একাডেমিয়া’


গত বছর হলিউডের সুপারহিরোকেন্দ্রিক সিনেমাগুলো প্রত্যাশা পূরণ করতে পারেনি।। চলচ্চিত্রসংশ্লিষ্টদের বিশেষ নজর ছিল তাই এ বছর মুক্তি পাওয়া ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজের নতুন সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড’র দিকে। ১৪ ফেব্রুয়ারি মুক্তির পর সিনেমাটি হতাশ করেনি দর্শকদের। ইতিমধ্যে প্রায় ২০০ মিলিয়ন ডলার আয় করেছে সিনেমাটি।

এবার ছবিটি দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দর্শকও। দুনিয়া মাতানো ক্যাপ্টেন আমেরিকা মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সেও। গতকাল ২৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় মুক্তি পেয়েছে এই ছবিটি।

একইদিন আরও একটি ছবি মুক্তি দিয়েছে স্টার সিনেপ্লেক্স। সেটি হলো আলোচিত জাপানি অ্যানিমেশন ছবি ‘মাই হিরো একাডেমিয়া: ইউ আর নেক্সট’। জনপ্রিয় ‘মাই হিরো একাডেমিয়া’ সিরিজের দ্বিতীয় ফিচার ফিল্ম এটি।

২০২৫ সালের প্রথম সুপারহিরো সিনেমা হিসেবে পর্দায় এসেছে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৫তম সিনেমা এটি। স্টিভ রজার্সের অবসরের পর ক্যাপ্টেন আমেরিকার দায়িত্ব পেয়েছেন স্যাম উইলসন।

অন্যদিকে ‘মাই হিরো একাডেমিয়া: ইউ আর নেক্সট’ জনপ্রিয় মাই হিরো একাডেমিয়া সিরিজের দ্বিতীয় ফিচার ফিল্ম। এটি কোহেই হোরিকোশির তৈরি মাঙ্গা সিরিজের উপর ভিত্তি করে নির্মিত। অ্যাকশন ফ্যান্টাসি ঘরানার এই সিনেমা পরিচালনা করেছেন টেনসাই ওকামুরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত