Homeরাজনীতিবিএনপিকে অবিশ্বাস করলে ক্ষতি জনগণের হবে: ফারুক

বিএনপিকে অবিশ্বাস করলে ক্ষতি জনগণের হবে: ফারুক


বিএনপিকে অবিশ্বাস করলে ক্ষতি জনগণের হবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বাংলাদেশ কর্মজীবী দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রমজানের আগে নিত্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখা ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ আয়োজন করা হয়।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘দেশের চলমান রাজনীতিতে সংকট সৃষ্টি করে নির্বাচনে বিলম্ব করবেন না। যেটুকু দরকার সংস্কার করে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করেন। বিলম্ব করলে ক্ষতি। আমাদের যদি অবিশ্বাস করেন, ক্ষতি জনগণের হবে। বিএনপির ক্ষতি এরশাদ করতে পারে নাই, শেখ হাসিনা করতে পারে নাই, অন্য কেউও করতে পারবে না।’

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি সম্মানীয় ব্যক্তি, আমাদের সম্মান বৃদ্ধি করেছেন। আপনাকে কখনও অপদস্ত করতে দেবো না। আপনি যদি সত্যিকার অর্থে জনগণের কথা বুঝে থাকেন, নির্বাচন দিতে বিলম্ব করবেন না।’

বড় শয়তান এখনও ধরা হয় নাই উল্লেখ করে ফারুক বলেন, ‘কান কথা নয়, আবোলতাবোল কথা নয়, ডেভিল হান্ট করছেন কিন্তু বড় শয়তান এখনও ধরা হয় নাই। যারা বড় শয়তান, ২০১৪ সালে যদি এই বড় শয়তানের নির্বাচনে কেউ কেউ অংশগ্রহণ না করতেন শেখ হাসিনা সেদিনই বিদায় নিতেন। ২০১৮ সালে আমরা নির্বাচনে গিয়েছিলাম, চা-বিস্কুট খেয়ে শেখ হাসিনাকে বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসের ঘরে তিনি আগুন দেন। দিনের ভোট রাতে করে আমাদের বেইজ্জতি করেন। সেই বেইজ্জত তিনিও হচ্ছেন।’

বাংলাদেশ কর্মজীবী দলের সভাপতি মো. সালাহ উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদারের সঞ্চালনায় আলোচনা আরও ছিলেন– বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান কিরন প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত