কলকাতায় এত অনটন আর অসুস্থতার মধ্যেও আমি ভালো বোধ করেছি, শক্তি অনুভব করেছি। আমিও চাকরি করব সংসারে সচ্ছলতা আসবে বাচ্চারা ভালো খাবে পরবে এরকম একটা স্বপ্ন দেখতে শুরু করেছি। তোমার দাদার কল্যাণেই অর্থাৎ তার এক বন্ধুর মাধ্যমে একটা স্কুলে লিভ ভেকেন্সিতে এক বছরের জন্য মাস্টারি করার সুযোগ পেয়েছিলাম। সেখানেই শুনলাম বি.টি করলে স্থায়ীভাবে স্কুলে চাকরির সুযোগ পাওয়া যাবে তাই অনেকটা জোর করেই বি.টি-তে ভর্তি… বিস্তারিত