আইনশৃঙ্খলার নড়বড়ের অবস্থার জন্য দেশজুড়ে বেড়েছে ছিনতাই, ডাকাতি, লুটপাটসহ নানা ধরনের অপকর্ম। এ অবস্থায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। আতঙ্কিত হয়ে রাস্তায় চলতে হচ্ছে। ঠিক কখন কার ওপর হামলা হবে জানে না কেউ। তবে একটু সতর্ক থাকলে এসব বিপদ থেকে মুক্তি পেতে পারেন যে কেউ।
অফিস বা ক্লাস শেষে বাসায় ফিরছেন হঠাৎ ছিনতাইকারীর কবলে পড়লেন, তখন কী করবেন? চলুন জেনে নেওয়া যাক ছিনতাইকারীর হাত থেকে কীভাবে নিজেকে রক্ষা করা যায়।
নিরাপদ চলাচলের কৌশল
১. যথাসম্ভব জনবহুল এলাকায় চলাফেরা করুন। ফাঁকা জায়গা বা ফাঁকা রাস্তা এ সময় এড়িয়ে চলুন।
২. ফুটপাতে হাঁটার সময় রাস্তার লেন ধরে হাঁটতে হবে। যদি ভবন বা গাছের আড়ালে কেউ লুকিয়ে থাকে সহজেই নজরে আসবে।
৩. এ সময় অন্ধকার ও নির্জন স্থান এড়িয়ে চলাই ভালো।
৪. নিজেকে রক্ষা করার জন্য আত্মরক্ষার সরঞ্জাম সঙ্গে রাখুন। হতে পারে সেটি পিপার স্প্রে, ছোট বাঁশি, ওয়াকিং স্টিক ইত্যাদি।
মূল্যবান জিনিসপত্র ব্যবহারে সতর্কতা
১. গহনা, দামি মোবাইল ফোন বা অতিরিক্ত পরিমাণে নগদ টাকা সঙ্গে নিয়ে চলাফেরা না করাই ভালো।
২. রাস্তাঘাটে চলাফেরার সময় ব্যাগ সামনের দিকে শক্ত করে ধরে রাখুন।
৩. রাস্তায় মোবাইলে কথা না বলাই উত্তম।
ছিনতাইকারীর কবলে পড়লে করণীয়
১. ছিনতাইকারীর কবলে পড়লে নিজে অসহায় দেখান, যাতে ছিনতাইকারী আগ্রহ হারায় না হয় আত্মবিশ্বাসের সাথে প্রতিক্রিয়া জানান।
২. শুরুতেই আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন।
৩. ছিনতাইকারীর আচরণবিধি লক্ষ করুন। চোখে চোখ রেখে কথা বলুন।
৪. পরিস্থিতি সামাল দিতে তার মানবিক দিক স্পর্শ করার চেষ্টা করুন।
৫. ছিনতাইকারীদের কাছে অস্ত্র থাকে যা দেখে মোটেই ভয় পাওয়া যাবে না। ভয় পেলেও তাদের বুঝতে দেওয়া যাবে না আপনি ভয় পেয়েছেন।
৬. সিদ্ধান্ত দ্রুত নিতে হবে, যাতে ছিনতাইকারী সহজে আক্রমণ করতে সাহস না পায়।
এমন বিপদ একেবারে এড়িয়ে যাবার কোনো উপায় নেই। তবে সতর্কতায় এসব বিপদের ক্ষয়ক্ষতি কিছুটা কমানো সম্ভব। তবে সব সময় সতর্ক থাকুন, নিরাপদে থাকুন!