Homeবিনোদনঅস্কারের সবচেয়ে বিতর্কিত ও অপ্রত্যাশিত বছর

অস্কারের সবচেয়ে বিতর্কিত ও অপ্রত্যাশিত বছর


এগিয়ে আসছে একাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কারের ৯৭তম আসরের দিনক্ষণ। আগামী ৩ মার্চ দেওয়া হবে মর্যাদাপূর্ণ এ পুরস্কার। গোল্ডেন গ্লোবস, এসএজি, ডিজিএ, বাফটাসহ হলিউডের গুরুত্বপূর্ণ পুরস্কার প্রদান শেষে অনেকটা সারমর্ম হিসেবে হাজির হয় অস্কার। এসব আসরে পুরস্কার পাওয়া সিনেমা কিংবা শিল্পীরাই এগিয়ে থাকেন অস্কারে। ফলে কারা পেতে যাচ্ছেন অস্কার, তা অনেকটাই অনুমান করা যায়। গত বছর ‘ওপেনহাইমার’-এর ক্ষেত্রে যেমনটা হয়েছিল, প্রায় সব আসরে রাজত্ব করার পর ক্রিস্টোফার নোলানের সিনেমাটি অস্কারেও বাজিমাত করেছিল।

তবে এবারের পরিস্থিতি অনেকটাই ভিন্ন। বলা হচ্ছে, এ বছরটি অস্কারের সবচেয়ে বিতর্কিত ও অপ্রত্যাশিত বছর। বিভিন্ন আসরে এগিয়ে থাকা ‘এমিলিয়া পেরেজ’-এর অভিনেত্রী কার্লা সোফিয়া গ্যাসকন সমালোচনায় পড়ে এখন অনেকটা ব্যাকফুটে। এআই ইস্যুতে ‘দ্য ব্রুটালিস্ট’-এর ওপরও নেতিবাচক প্রভাব পড়েছে। ‘আনোরা’ দিয়ে এগিয়ে ছিলেন মাইকি মেডিসন, তবে এ সিনেমা নিয়েও বিতর্ক কম নয়। ফলে সমালোচকেরা মনে করছেন, শেষ পর্যন্ত সেই সিনেমা ও শিল্পীদেরই জয় হবে, যারা শুরু থেকে অনেকটা সাবধানী পা ফেলেছেন।

তার একটা আভাস কিন্তু দেখা গেল স্ক্রিন অ্যাক্টরস গিল্ড বা এসএজি অ্যাওয়ার্ডসে। ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো এ পুরস্কারের ৩১তম আসর। এতে এবার কোনো অনুমানই কাজ করেনি। অন্যান্য পুরস্কারের আসরে যেসব সিনেমার ঘরে একাধিক পুরস্কার গেছে, তারা প্রায় বঞ্চিতই রইলেন এসএজিতে। বব ডিলানের বায়োপিক ‘আ কমপ্লিট আননোন’-এ অভিনয় করে সেরা অভিনেতা হয়েছেন টিমোথি শ্যালামে। এর মধ্য দিয়ে অস্কারে তাঁর সেরা অভিনেতা হওয়ার সম্ভাবনা হু হু করে বেড়ে গেল। এত দিন পাল্লাটা ঝুঁকে ছিল ‘দ্য ব্রুটালিস্ট’ অভিনেতা অড্রিয়ান ব্রডির দিকে। কেননা তিনি এর আগে গোল্ডেন গ্লোবস, বাফটার মতো পুরস্কার পেয়েছেন।

এবারের অস্কারে সেরা সিনেমা বিভাগে মনোনয়ন পাওয়া সিনেমাগুলোর সবই সমান শক্তিশালী। বিষয়েও রয়েছে বৈচিত্র্য। ফলে কঠোর প্রতিযোগিতা হবে, এ নিয়ে সন্দেহ নেই। কোনটি শেষ পর্যন্ত শেষ হাসি হাসবে, অনুমান করা কঠিন। তার ওপর আছে একাধিক বিতর্ক। সেসব বিতর্কের দিকে একটু নজর রাখা যাক।

পুরোনো টুইট নিয়ে বিপাকে কার্লা সোফিয়া

এবার সর্বোচ্চ ১৩টি বিভাগে মনোনয়ন পেয়েছে ফরাসি সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। ইতিহাস সৃষ্টি করেছেন এমিলিয়া পেরেজের অভিনেত্রী কার্লা সোফিয়া গ্যাসকন। ট্রান্সজেন্ডার হিসেবে অস্কারে তিনিই প্রথম পেলেন মনোনয়ন। সেরা অভিনেত্রীর পুরস্কারটি তিনিই পাবেন, এমন আলোচনা ছিল সর্বত্র। তবে কার্লা সোফিয়ার এই স্বপ্নের ঘরে আগুন দিয়েছে তাঁরই পুরোনো কিছু পোস্ট।

২০২০ থেকে ২০২২ সালে লেখা ওই পোস্টগুলোতে সোফিয়া মূলত মুসলিমদের বিভিন্ন রীতিনীতির বিরোধিতা করেছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে মাদক কারবারি আখ্যা দিয়েছেন। অস্কারে বিভিন্ন দেশ ও জাতির সিনেমা অন্তর্ভুক্তির সমালোচনাও করেছেন তিনি। এসব পোস্টের জেরে কার্লা সোফিয়াকে ‘রেসিস্ট’ আখ্যা দিয়েছেন নেটিজেনরা। এসব সমালোচনার জেরে অন্যান্য আসরে কার্লা সোফিয়া অনেকটা ব্যাকফুটে ছিলেন। অভিনেত্রী যদিও ক্ষমা চেয়েছেন, তবুও সহজে নিভছে না এ বিতর্কের আগুন। এমনকি তিনি এবার অস্কারে অংশ নিতে পারবেন কি না, তা নিয়েও ছিল সন্দেহ। তবে গতকাল জানা গেছে, অস্কার তাঁকে আমন্ত্রণ জানিয়েছে।

মাইকির সিদ্ধান্তের সমালোচনা

একজন বার ড্যান্সার ও গ্যাংস্টারের ছেলের প্রেম নিয়ে তৈরি ‘আনোরা’ এবার অস্কারে রয়েছে আলোচনার কেন্দ্রে। বার ডান্সারের ভূমিকায় আছেন মাইকি ম্যাডিসন। সিনেমায় প্রচুর যৌন দৃশ্য আছে। সাধারণত এসব দৃশ্যের শুটিংয়ে রাখা হয় এক বা একাধিক প্রশিক্ষিত মানুষ, যারা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়শিল্পীকে সহজ হতে সাহায্য করেন, শিল্পীদের নিরাপত্তার দিকটি নিশ্চিত করেন। তাঁদের বলা হয় ইন্টিমেসি কো-অর্ডিনেটর। তবে মাইকি জানিয়েছিলেন, আনোরার শুটিংয়ে কোনো ইন্টিমেসি কো-অর্ডিনেটর রাখতে দেননি তিনি। সবটা নিজেই সামলেছেন। তাঁর এ স্বীকারোক্তি ভালো প্রতিক্রিয়া সৃষ্টি করেনি ইন্ডাস্ট্রিতে। অন্যরা বরং এসব শুটিংয়ে ইন্টিমেসি কো-অর্ডিনেটর রাখার পক্ষেই মত দিয়েছেন। ফলে অস্কারে মাইকি ম্যাডিসনের পক্ষে কতটা ভোট পড়বে, তা নিয়ে সংশয় আছে।

এআই নিয়ে কঠোর অবস্থান

দ্য ব্রুটালিস্ট সিনেমায় অড্রিয়ান ব্রডি ও ফেলিসিটি জোনস অভিনীত চরিত্ররা হাঙ্গেরিয়ান ভাষায় কথা বলে। তাদের উচ্চারণ বাস্তবসম্মত করতে ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তি। বিষয়টি গোপন রাখা হয়েছিল। দ্য ব্রুটালিস্টের এক টেকনিশিয়ান এ সত্য প্রকাশ্যে আনার পর শুরু হয় সমালোচনা। নির্মাতাদের সততা ও সৃজনশীলতা নিয়ে প্রশ্ন ওঠে। এর জেরে অস্কার কর্তৃপক্ষ নতুন নিয়ম জারি করেছে, কোনো সিনেমায় যদি এআই ব্যবহার করা হয়, সেটা অবশ্যই আগে উল্লেখ করতে হবে পরবর্তী আসর থেকে। এ সমালোচনাও দ্য ব্রুটালিস্টের অস্কার প্রাপ্তি বাধাগ্রস্ত করতে পারে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত