জোড়া সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৮ জন বিদ্রোহীকে বাদ দিয়েই কদিন আগে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই দলে গত সাফজয়ী খেলোয়াড় আটজন। ২৩ জনের স্কোয়াডে বাকিরা নবাগত।
সেদিক থেকে নতুন এক বাংলাদেশই আজ নতুন শুরু করছে। শুরুটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুবাইয়ে ফিফা প্রীতি ম্যাচ দিয়ে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে।