Homeজাতীয়সালাহর রেকর্ডে রক্ষা লিভারপুলের

সালাহর রেকর্ডে রক্ষা লিভারপুলের


মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর গৌরবময় রেকর্ডে ভর করে হারের লজ্জা থেকে রক্ষা পেয়েছে লিভারপুল। রবিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে তার করা শেষ দিকের গোলে ভর করে আর্সেনালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে দ্য রেডসরা। লন্ডনের বিখ্যাত এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হয় প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট।

নিজেদের মাঠে জয়ের স্বপ্নেই বিভোর ছিল কোচ মাইকেল আর্তেতার আর্সেনাল। ৮০ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থাকায় ভক্ত-সমর্থকরা উচ্ছ্বাসের জোয়ারে ভাসছিল। কিন্তু বিধি-বাম। ম্যাচের ৮১ মিনিটে গোল করেই স্বাগতিক সমর্থকদের সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দেন লিভারপুলের সেরা তারকা মোহাম্মদ সালাহ। তাতে পয়েন্ট ভাগাভাগি করেই শেষ হয় ম্যাচটি। আর্সেনালের বিপক্ষে ক্যারিয়ারের ১১তম লিগ গোলটি করেন সালাহ। যার ১০টি লিভারপুলের জার্সিতে। অপর গোলটি আসে চেলসির হয়ে খেলার সময়। গানার্সদের বিরুদ্ধে এটা তার ১৫ ম্যাচে ১১ গোলের রেকর্ড। আর্সেনালের বিরুদ্ধে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের তালিকায় এখন তার অবস্থান যৌথভাবে তিনে। সমান ১১টি করে গোল আছে জিমি ভার্ডি ও রবার্তো ফিরমিনোর। 

সর্বোচ্চ ১৪ গোল করে এ তালিকার শীর্ষে আছেন টটেনহ্যাম হটস্পারের সাবেক তারকা ফরোয়ার্ড হ্যারি কেন। আর্সেনারের জালে ১২ গোল করে তার পরেই অবস্থান করছেন ম্যানইউর সাবেক ইংলিশ কিংবদন্তি ওয়েন রুনি। আর চার গোল করেই কেন-রুনিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ সালাহর। সবমিলিয়ে প্রিমিয়ার লিগে সালাহ’র গোল হয়েছে ১৬৩টি। এই গোল করে তিনি ছাড়িয়ে গেছেন জার্মিন ডেফোইকে। সেইসঙ্গে ছুঁয়ে ফেলেছেন আরেক কিংবদন্তি রবি ফোউলারকে। 

অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সালাহর অবস্থান এখন যৌথভাবে অষ্টম। লিগে চলতি মৌসুমে এটা সালাহর ষষ্ঠ গোল। যেখানে ১১ গোল করে সবার উপরে অবস্থান করছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং হালান্ড। হালান্ডের দল ম্যানচেস্টার সিটি এখন পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটিও দখল করে রেখেছে। তবে আর্সেনালকে হারাতে পারলে অবশ্য লিভারপুলের সুযোগ ছিল পুনরুদ্ধারের।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত