বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলতি বছরের জুলাই-আগস্টে পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়ে একটি সীমিত ওভারের সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে দুই বোর্ডই বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা চালিয়ে যাচ্ছে।
বিসিবির একটি সূত্রের বরাত দিয়ে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি নিয়ে গঠিত হতে পারে। সম্প্রতি দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির এক অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান মহসিন নকভির মধ্যে এই বিষয়ে আলোচনা হয়।
বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান শাহরিয়ার নাফীস ক্রিকবাজকে বলেন, ‘বিসিবি ও পিসিবির মধ্যে এ নিয়ে আলোচনা চলছে এবং উভয় বোর্ডই ইতিবাচক অবস্থানে রয়েছে।’
বাংলাদেশ দল মে মাসে পাকিস্তান সফরে যাবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে। সেই সফরের প্রতিদান হিসেবে বিসিবি এবার পাকিস্তানকে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে।
এদিকে, বাংলাদেশের সামনে বেশ ব্যস্ত এক আন্তর্জাতিক সূচি রয়েছে—
- এপ্রিল: জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট (সিলেট ও চট্টগ্রামে)
- জুন-জুলাই: শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি
- আগস্ট-সেপ্টেম্বর: ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি
- সেপ্টেম্বর: এশিয়া কাপ
- অক্টোবর: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি
- নভেম্বর-ডিসেম্বর: আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি
পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ যুক্ত হলে এটি বাংলাদেশের ব্যস্ত সূচিতে নতুন মাত্রা যোগ করবে। তবে বিসিবি ও পিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের পরই এই সিরিজ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।