বীর মুক্তিযোদ্ধা, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার সকাল ৬টায় অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গনি চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজনৈতিক জীবন:
১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালী থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী (১৯৯১) এবং খাদ্যমন্ত্রী (২০০১) ছিলেন।
ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগর ও বৃহত্তর চট্টগ্রামের সভাপতি ছিলেন। ছাত্রজীবন শেষে ভাসানীর নেতৃত্বে শ্রমিক রাজনীতিতে যুক্ত হন এবং পূর্ববাংলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।