Homeদেশের গণমাধ্যমেবুবলী এখন প্রযোজক

বুবলী এখন প্রযোজক


বর্তমানে ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় তার। এর আগে তিনি ছিলেন সংবাদ উপস্থাপক। 

এবার অভিনেত্রী তকমার সঙ্গে যোগ হবে আরেক বিশেষণ, সেটি হলো প্রযোজক।

‘বিগ প্রোডাকশন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বুবলী। জানা গেছে, বুবলীর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’-এর ব্যানারে সিনেমা, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নির্মিত হবে। প্রথম উদ্যোগ হিসেবে কোরবানির ঈদে একটি নাটক নির্মাণ করা হবে। এরপর আগামী বছর সিনেমার ঘোষণা আসবে।

বুবলী একটি ভিডিওর মাধ্যমে নিজেই খবরটি জানিয়েছেন। এ বিষয়ে বুবলী বলেন, ‘আমার প্রায় এক দশকের ক্যারিয়ারে অনেক প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে  কাজ করেছি। সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতাও হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই  বিগ প্রোডাকশনের ভাবনা এসেছে। এখানে মেধাবী ও অভিজ্ঞ অনেকে যুক্ত হচ্ছেন। অভিনয়ের মতো প্রযোজনাতেও মানসম্পন্ন কাজ করতে চাই।’ শবনম বুবলী প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীদের পাশাপাশি নতুন প্রতিভাকে সুযোগ দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন বুবলী। বলেন, ‘আমি চাই নতুনদের সঙ্গে কাজ করতে। অনেকেই প্রতিভাবান, কিন্তু বড় কোনো কাজে সুযোগ পাচ্ছেন না। তাদের জন্য আমাদের দুয়ার খোলা।’   

বুবলী জানান, ‘আমি সিনেমার মানুষ, তাই অবশ্যই সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে। তবে তার আগে নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও বানিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই।’ শবনম বুবলী বলা প্রয়োজন, বুবলী বর্তমানে সিনেমায় বেশ ব্যস্ত সময় পার করছেন। সামনে আসছে তার ‘পিনিক’ ও ‘জংলি’ নামের দুটি সিনেমা।  





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত