Homeবিনোদনস্থগিত কনসার্ট হবে ঈদের পর

স্থগিত কনসার্ট হবে ঈদের পর


হাতিরঝিলের এম্পিথিয়েটারে ২০ ফেব্রুয়ারি ‘মেলোডি অব ম্যাভেরিক্স’ শিরোনামে কনসার্টের আয়োজন করা হয়। যেখানে গান পরিবেশনা করার কথা ছিল মিউজিশিয়ান বাপ্পা মজুমদারের। তালিকায় তার সঙ্গে আরও ছিল দেশের চারটি ব্যান্ড। যার টিকিটও অনলাইনে বিক্রি করা হয়। কিন্তু কনসার্টের এক দিন আগে জানা যায়, নিরাপত্তার কারণে স্থগিত করা হয়েছে আয়োজন। এরপর আয়োজকদের পক্ষে থেকে কনসার্টের পরবর্তী সময় নিশ্চিত করা হয়। জানানো হয় একই লাইনআপে ঈদের পর হবে এটি। এ আয়োজনে প্রধান আকর্ষণ বাপ্পা মজুমদার। তিনি ছাড়াও কনসার্টে আরও গাইবে ব্যান্ড মেঘদল, সহজিয়া, কাকতাল ও এ কে রাহুল। এ ছাড়া একক সংগীত পরিবেশন করবেন আলভী আমীর। কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণ করা হয় ৮০০ টাকা।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত