Homeপ্রবাসের খবরঅপারেশন ডেভিল হান্টে আরও ৫৮৫ জন গ্রেপ্তার – প্রবাস খবর

অপারেশন ডেভিল হান্টে আরও ৫৮৫ জন গ্রেপ্তার – প্রবাস খবর


দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে আরও ৫৮৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানান পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

তিনি জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় আরও ৫৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া, অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় ৯০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৪৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইনামুল হক সাগর আরও জানান, গত ২৪ ঘণ্টায় একটি বিদেশি পিস্তল, দেশীয় তৈরি এলজি একটি, একটি ম্যাগজিন, গুলি ১০ রাউন্ড, গুলির খোসা ৪৭ রাউন্ড, কার্তুজ তিনটি, লোহার দা একটি ও ছয়টি চাকু, ছোরা ও সুইচ গিয়ার উদ্ধার হয়।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট নামে একটি বিশেষ অভিযান। মূলত ডেভিল অর্থ হচ্ছে ‘শয়তান’ আর হান্ট অর্থ ‘শিকার’। ডেভিল হান্টের বাংলা অর্থ গিয়ে দাঁড়ায় ‘শয়তান শিকার’ করা। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে বোঝানো হয়েছে।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত