ব্যান্ডের এজেন্সি ভ্লাস্ট জানিয়েছে, প্লেভের তৃতীয় অ্যালবাম ‘কালিগো পার্ট ওয়ান’—এর মূল গান ‘ড্যাশ’ শ্রোতামহলে সাড়া ফেলেছে। ৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে গানটি। এটি বিলবোর্ডের গ্লোবাল তালিকায় জায়গা করে রীতিমতো রেকর্ড গড়েছে। বলা হচ্ছে, ভার্চ্যুয়াল শিল্পীদের প্লেভই প্রথমবারের মতো এই তালিকায় জায়গা পেয়েছে। গানটি ১৯৫তম অবস্থানে রয়েছে।
২০২৩ সালে পাঁচ সদস্যের ব্যান্ডটি আত্মপ্রকাশ করে। শুরুর পর থেকে একের পর এক রেকর্ড গড়ে চলেছে ব্যান্ডটি। ভার্চ্যুয়াল শিল্পীদের মাঝে আশা জুগিয়েছে প্লেভের সাফল্য।