Homeজাতীয়শেখ হাসিনা ডাক্তারদের অর্ডার দিয়েছিলো যাতে কোন আহতকে চিকিৎসা বা রিলিজ না...

শেখ হাসিনা ডাক্তারদের অর্ডার দিয়েছিলো যাতে কোন আহতকে চিকিৎসা বা রিলিজ না দেওয়া হয়


বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট সাদিকুর রহমান খান আজ এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, পৃথিবীতে বহু অমানুষ এসেছে, ভবিষ্যতেও আসবে।

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) দেওয়া ফেসবুক পোস্টে সাদিকুর জানান,জুলাই আন্দোলনে আহতদের দেখতে হাসিনার সেই হাসপাতালে যাওয়ার কথা মনে আছে?আহতদের দেখে সে ক্যামেরার সামনে কানতে কানতে বলেছিলো, স্বজন হারানোর বেদনা সে বোঝে।

অথচ ঐ দিনই ক্যামেরার সামনে এসব কান্নাকাটির নাটক করেছে আর তলে তলে ডাক্তারদের অর্ডার দিয়েছিলো যাতে কোন আহতকে চিকিৎসা বা রিলিজ না দেওয়া হয়।ওর এই নির্দেশের প্রমাণ এখন প্রসিকিউশনের হাতে এসেছে।

পৃথিবীতে বহু অমানুষ এসেছে, ভবিষ্যতেও আসবে ‍উল্লেখ করে তিনি আরো জানান,বাট এই লেভেলের সাইকোপ্যাথ আর মিথ্যুক পৃথিবীর ইতিহাসেই আর কখনও এসেছিলো কি না, সেইটা নিয়ে আমার সন্দেহ আছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত