Homeরাজনীতিগান-কবিতা-নাটিকায় পালিত ছাত্রদলের সাংস্কৃতিক সন্ধ্যা

গান-কবিতা-নাটিকায় পালিত ছাত্রদলের সাংস্কৃতিক সন্ধ্যা


গান-কবিতা-নাটিকায় পালিত ছাত্রদলের সাংস্কৃতিক সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৩২

Photo

‘রক্তের ঋণ ও মুক্ত স্বদেশ’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলা-২০২৫ এ বাংলা একাডেমির সাংস্কৃতিক মঞ্চে গতকাল শনিবার সন্ধ্যায় ‘রক্তের ঋণ ও মুক্ত স্বদেশ’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। রাত সোয়া আটটায় শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সাংস্কৃতিক সন্ধ্যা।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। ‘চলে আসুন ষোলোশহর’ নামে একটি মূকাভিনয় মঞ্চস্থ করা হয় অনুষ্ঠানে।

শেখ হাসিনার আমলে সাধারণ এক রাজনৈতিক কর্মীর কারণে তাঁর পরিবারের সদস্যদের ওপর নেমে আসা বিভীষিকাময় নির্যাতনের চিত্র তুলে ধরে অভিনেতা শহীদুল্লাহ সবুজের নির্দেশনা ও পরিচালনায় একটি নাটিকা পরিবেশিত হয়। জুলাই আন্দোলনে র‍্যাপ সংগীতের একটা বড় প্রভাবের কথা মাথায় রেখে হাসিনার অপশাসন বিরোধী র‍্যাপ সংগীত পরিবেশন করা হয়। বেশ কয়েকটি আবৃত্তিও পরিবেশন করা হয়।

প্রথম বাংলাদেশ-আমার শেষ বাংলাদেশ, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা, ’তীরহারা এই ঢেউয়ের সাগরসহ কিছু জনপ্রিয় দেশাত্মবোধক গান মঞ্চে পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে দর্শকদের ধন্যবাদ জানান জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। নাছির উদ্দীন নাছির তাঁর বক্তব্যে বলেন ‘আমরা বিশ্বাস করি যে, গতানুগতিক রাজনৈতিক ধারার বাইরে বাংলাদেশে ইতিবাচক রাজনীতির শুভসূচনা হয়েছে। সেখানে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা মেধা-মননের পাশাপাশি সাংস্কৃতিক বিকাশেও অনবদ্য ভূমিকা রাখবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবার পাশে থাকবে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত