Homeদেশের গণমাধ্যমেমদিনাতুল উলুম আমিনিয়া মাদ্রাসার সপ্তম বার্ষিক খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত

মদিনাতুল উলুম আমিনিয়া মাদ্রাসার সপ্তম বার্ষিক খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত


সাভারের মদিনাতুল উলুম আমিনিয়া মাদ্রাসার উদ্যোগে সপ্তম বার্ষিক খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাদ জুমা থেকে মধ্যরাত পর্যন্ত মাদ্রাসা সংলগ্ন মাঠে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশবরেণ্য আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে তেঁতুলঝোড়া ইউনিয়ন সাভারের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জামাল উদ্দীন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির শায়খুল হাদিস আল্লামা মুহিউদ্দিন রব্বানী।

এতে মদিনাতুল উলুম আমিনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি রফিকুল ইসলাম সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আল্লামা শাহ আবু তাহের জিহাদি, আল্লামা আশিকুর রহমান কাসেমী, মুফতি শামীম মজুমদার, হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী, মুফতি জাহিদুল ইসলাম কাসেমী, মুফতি আলি আশরাফ তৈয়ব, মুফতি শামসুল হক রহমানী, মুফতি মাহবুবুর রহমান, মুফতি নাজমুল হাসান বিন নূরী, মাওলানা আব্দুল্লাহ আল মামুন মাদানী, মাওলানা আব্দুর রহমান, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

প্রধান অতিথি আল্লামা মুহিউদ্দিন রব্বানী আকিদায়ে খতমে নবুওয়াত বিষয়ে বলেন, খতমে নবুওয়াত ঈমানের অপরিহার্য অংশ। রাসুলুল্লাহ (সা.) এর পরে আর কোনো নবী আসবে না- এ বিশ্বাস ব্যতীত মুসলমানের ঈমান পূর্ণ হয় না। কাদিয়ানিসহ সব বাতিল ফিরকা নবুওয়াতের এই চিরন্তন সত্যকে বিকৃত করার চেষ্টা চালাচ্ছে, যা ইসলামের মৌলিক বিশ্বাসের পরিপন্থি। আমাদের ঈমানি দায়িত্ব হলো নবুওয়াতের মর্যাদা রক্ষা করা এবং সমাজে বিশুদ্ধ আকিদা প্রচার করা।

তিনি আরও বলেন, নবুওয়াতের শিক্ষা রক্ষা করা এবং মুসলমানদের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি করাই আমাদের অন্যতম দায়িত্ব। ইসলামের মৌলিক বিধান ও আকিদা সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সম্মেলনে বক্তারা আকিদায়ে খতমে নবুওয়াত সংরক্ষণ, ইসলামি চেতনার বিকাশ, নবুওয়াতের মর্যাদা রক্ষা ও বাতিল ফিরকার অপপ্রচার রোধে করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা নবুওয়াতের স্বতন্ত্র মর্যাদা ও এর গুরুত্ব সম্পর্কে মুসলমানদের সচেতন হওয়ার আহ্বান জানান।

সম্মেলন শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং ঈমানের হিফাজতের জন্য বিশেষ দোয়া করা হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত