এবার ডিসি স্টুডিওর পরবর্তী চলচ্চিত্র ‘সার্জেন্ট রক’ থেকে সরে দাঁড়ালেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। যদিও এ সিনেমার মাধ্যমে লুকা গুয়াদানিনোর সঙ্গে পুনরায় একত্রিত হওয়ার কথা থাকলেও অজানা এক কারণে সেটি আর হচ্ছে না।
জানা যায়, ডিসি কমিকসের এ সিরিজের ওপর ভিত্তি করে নির্মিত সিনেমাটি সার্জেন্ট ফ্রাঙ্কলিন জন রক বা সার্জেন্ট রকের গল্প তুলে ধরতে চলেছে। যেখানে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞ যোদ্ধা এবং ইজি কোম্পানির কমান্ডার। কমিকসে সার্জেন্ট রককে একজন প্রশিক্ষিত স্নাইপার ও মার্কসম্যান হিসেবে তুলে ধরা হয়। চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন বিখ্যাত লেখক জাস্টিন কুরিতসকেস।
দীর্ঘদিন ধরে এ চরিত্রটি বড় পর্দায় আনার পরিকল্পনা করা হলেও, এখনো তা সম্ভব হয়নি। এর আগে আর্নল্ড শোয়ার্জনেগার ও ব্রুস উইলিস এ চরিত্রের জন্য বিবেচিত হয়েছিলেন, তবে তারা কখনোই সিনেমাটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হননি।
সূত্রমতে, ডিসি স্টুডিও গ্রীষ্মে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা করলেও, ড্যানিয়েল ক্রেগের হঠাৎ অভিনয় থেকে সরে দাঁড়ানোয় সিদ্ধান্তহীনতায় ভুগছেন প্রযোজকরা।
এদিকে ধারণা করা হচ্ছে, ড্যানিয়েল তার স্ত্রী র্যাচেল ওয়েইজের সঙ্গে শিডিউল জটিলতার কারণে অভিনয় থেকে সরে গেছেন। আবার কিছু গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘কুইয়ার’ সিনেমার হতাশাজনক পারফরম্যান্সের পর তিনি এ প্রকল্পে আগ্রহ হারিয়েছেন।