Homeপ্রবাসের খবরনাক খুঁচিয়ে আঙুল মুছল মাস্কের ছেলে, ডেস্ক সংস্কারে পাঠালেন ট্রাম্প

নাক খুঁচিয়ে আঙুল মুছল মাস্কের ছেলে, ডেস্ক সংস্কারে পাঠালেন ট্রাম্প


গত সপ্তাহে ইলন মাস্ক চার বছর বয়সী ছেলেকে নিয়ে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যালয়ে গিয়েছিলেন। লাইভ ভিডিওতে দেখা গেছে, মাস্কের ছেলে আঙুল বাকিয়ে নাক খোঁচাচ্ছেন। সেই আঙুল ওভাল অফিসের আইকনিক রেজোলিউট ডেস্কে ঘোষছেন। এমন ঘটনার পরই প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিস থেকে ডেস্কটি সংস্কারের জন্য সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

মাস্কের এই বংশধরকে সবাই ‘এক্স’ নামেই চেনে, পুরো নাম ‘X Æ A-12’। তার মা পপ তারকা গ্রিমস। সেদিন সরকারি দক্ষতা বিভাগের কাজ সম্পর্কে একটি যৌথ প্রশ্নোত্তর অধিবেশন চলাকালীন বাবা মাস্ক এবং ট্রাম্পের সাথে ওভাল অফিসে হাজির হয় সে।

ভিডিও ফুটেজে মাস্কের ছেলেকে বেশ চঞ্চল দেখা যায়। সে খুব বেশি কথা বলছিল, মাঝে মাঝে এদিক সেদিক যাচ্ছিল। এক সময় সে নাক খুঁচিয়ে সেই আঙুল ডেস্কে ঘোষছে, সেই সঙ্গে অন্যান্য স্থানে স্পর্শ করছে।

নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, প্রথম ১৯৬১ সালে জন এফ কেনেডি ডেস্কটি ব্যবহার করেছিলেন। পরে জিমি কার্টার, বিল ক্লিনটন, বারাক ওবামা এবং জো বাইডেনসহ প্রেসিডেন্টরা তাদের দায়িত্বে থাকাকালীন এটি ব্যবহার করেন।

প্রতিবেদন বলছে, ট্রাম্প একজন ‘জার্মোফোব’ ব্যক্তি। ইলন মাস্কের ওই কাণ্ডের পর গত বৃহস্পতিবার ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প জানান, তিনি রেজোলিউট ডেস্কটি অস্থায়ীভাবে আরেকটি ডেস্ক দিয়ে প্রতিস্থাপন করেছেন।

নতুন ডেস্কের কথা উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, ‘এই ডেস্ক খুব সুপরিচিত এবং রাষ্ট্রপতি জর্জ এইচ ডাব্লু বুশ এবং অন্যান্যরা ব্যবহার করেছিলেন। এটি অস্থায়ীভাবে হোয়াইট হাউসে যুক্ত করা হয়েছে, যখন রেজোলিউট ডেস্কটি হালকাভাবে সংস্কার করা হচ্ছে – একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এটি একটি সুন্দর, কিন্তু অস্থায়ী প্রতিস্থাপন!’

এ বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে ওয়াশিংটন পোস্ট। তবে এখনো সাড়া পাওয়া যায়নি।

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত