ফ্রান্সে ছুরি হামলায় নিহত ১, নিঃসন্দেহে ইসলামি সন্ত্রাসের ঘটনা :ম্যাক্রোঁ
ফ্রান্সের মলহাউস শহরের কাছে একটি জমায়েতে ছুরি নিয়ে ভয়াবহ হামলা হয়েছে, যাতে এক ব্যক্তির মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলাকারী ধর্মীয় স্লোগান দেয়ার অভিযোগ রয়েছে, এবং তার ছুরিতে ধর্মীয় লেখা থাকা সম্ভব বলে জানানো হয়েছে। স্থানীয় সময় বিকেল ৪ টায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুই পুলিশ অফিসার গুরুতর আহত হয়েছেন এবং আরও দুইজন পুলিশ আহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী ৩৭ বছর বয়সী, যিনি সন্ত্রাসবিরোধী তালিকায় রয়েছেন। হামলার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘটনাটিকে ‘ইসলামি সন্ত্রাস’ বলে অভিহিত করেছেন।
ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন,’ এটা নিঃসন্দেহে ইসলামি সন্ত্রাসের ঘটনা।’