কলকাতার ডোভার লেনে সংগীতের মেহফিল। গাইবেন পণ্ডিত ভীমসেন জোশি। রশিদ খান তখনো শ্রোতা মাত্র, শিল্পী হয়ে ওঠেননি। কাছ থেকে গান শুনবেন বলে মঞ্চের পাশে বসেছিলেন। কিন্তু আয়োজকেরা তাঁকে উঠে যেতে বলেন। বেশ অপমানিত হয়েছিলেন সেদিন। ভেবেছিলেন, একদিন এমন জায়গায় পৌঁছাবেন, এঁদেরই দৌড়াতে হবে তাঁর পেছনে। বিস্তারিত