Homeরাজনীতি‘সংবিধান পরিবর্তন ছাড়া সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না’

‘সংবিধান পরিবর্তন ছাড়া সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না’


সংবিধান পরিবর্তন করা ছাড়া সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সোমবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ইনকিলাব মঞ্চ আয়োজিত ‘ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশ সংবিধান প্রশ্ন: মুজিববাদ নাকি জনমুক্তি? ইনকিলাব মঞ্চের সংবিধান সংলাপ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আজাদ বলেন, আমাদের সংবিধান দেশে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছে। সংবিধান যে কেন পরিবর্তন করতে হবে তার হাজারও যুক্তি আছে। অনেকগুলো আর্টিকেল উল্লেখ করে এখানে কথা বলা যায়। এখন যে সংবিধানের কথা আমরা বলছি, বিদ্যমান সংবিধান রেখে কি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন? সংবিধান যদি পরিবর্তন করা না যায়, কেয়ারটেকার সরকার ফিরিয়ে না আনলে যে নির্বাচন হবে–যে লাউ সে কদু; একই জিনিসই হবে।

এসময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, যারা শেখ হাসিনাকে দেখেছে তারা কল্পনা করতে পারে মুজিব কত বড় ফ্যাসিস্ট ছিল। আর যারা মুজিবের শাসন দেখেছে তারা কল্পনা করতে পারে শেখ হাসিনা কত বড় ফ্যাসিস্ট। এক ব্যক্তির শাসন, এক ব্যক্তির পুজা, গুম, খুন লুটপাট করে বলা– আমার পিয়নও ৪০০ কোটি টাকার মালিক! এর থেকে বোঝা যায় কতটা দুঃশাসন ও লুটপাটের মধ্য দিয়ে দেশ চালিয়েছে ফ্যাসিস্ট হাসিনা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সঞ্চালনায় সংলাপে আরও বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আব্দুল লতিফ মাসুম, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, সাবেক সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ড. শরিফুল ইসলাম, জামায়াতে ইসলামী প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আফজাল আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত