নিজেদের অধারবাহিকতা যে সমস্যা তৈরি করছে, তা বুঝতে পারছেন পাকিস্তানের ক্রিকেটাররাও। ভারত ম্যাচ নিয়ে এক প্রশ্নের জবাবে সালমান আগা বলেছেন, ‘আমরা যদি সেরা দলগুলোর বিপক্ষে জিততে চাই এবং নিজেরা ভালো দল হতে চাই, তাহলে আমাদের নিয়মিত ম্যাচ জিততে হবে। এক ম্যাচ ভালো খেলে আরেকটা হারলে হবে না।’
পাকিস্তানের জন্য একটি সুখস্মৃতি ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে হারিয়েই শিরোপা জেতা। কিন্তু এরপর মুখোমুখি হওয়া পাঁচ ম্যাচের কোনোটিতেই আর ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ২০২৩ বিশ্বকাপে আহমেদাবাদে হওয়া সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে ৭ উইকেটের জয় পায় রোহিত শর্মার দল।