সন্ত্রাস দমন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে বিশেষ এ অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। ওইদিন দিন থেকে ২১ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত ১৪ দিনে মোট ৭ হাজার ৩১০ জন গ্রেপ্তার হয়েছেন বিশেষ এ অভিযানে।
এর মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারাদেশে ৪৬১ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এছাড়া এই সময়ে অন্যান্য অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৬৫০ জনকে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৪৬১ জনকে গ্রেপ্তার করা ছাড়াও বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে আছে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, দুটি এলজি, একটি শুটারগান ও একটি সামুরাই।
এ ইউ/