Homeদেশের গণমাধ্যমেকবি গালিব ওএসডি

কবি গালিব ওএসডি


ধর্মীয় অবমাননার অভিযোগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতারের পর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমির (নায়েম) প্রশিক্ষণ বিশেষজ্ঞ ও কবি সোহেল হাসান গালিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বদলি ও পদায়ন-সংক্রান্ত এক প্রজ্ঞাপনে তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ওএসডি করা হয়।

একই প্রজ্ঞাপনে আরও ১৩জন শিক্ষা ক্যাডারের কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পদায়নসহ ওএসডি, সংযুক্ত এবং প্রেষণ থেকে প্রত্যাহার করা হয়েছে। সোহেল হাসান গালিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এতে সই করেছেন উপসচিব মো. মাহবুব আলম।

প্রজ্ঞাপনে কবি সোহেল হোসেন গালিবসহ শিক্ষা ক্যাডারের ১৪ কর্মকর্তা আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্ণে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।

প্রসঙ্গত, মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জের সানারপাড় এলাকা থেকে কবি গালিবকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালে প্রকাশনা প্রতিষ্ঠান উজান থেকে প্রকাশিত বইয়ে গালিবের লেখা একটি কবিতা নিয়ে সমালোচনা শুরু হয়। মহানবী হজরত মুহাম্মদকে (সা.)- কটাক্ষ করার অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে। এ ঘটনায় আতঙ্কে অমর একুশে বইমেলায় উজানের স্টল বন্ধ রয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত