দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রেমিক টনি বেগকে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি পাঁচতারকা হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। খবর : বলিউড বাবল
ভারতীয় এই গণমাধ্যম সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানটি অত্যন্ত গোপনীয়তার মধ্যে আয়োজন করা হয়েছিল এবং এই আয়োজনে উপস্থিত ছিলেন শুধু দুই পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠ বন্ধুরা। এমনকি অনুষ্ঠানে ছবি তোলার ব্যাপারেও ছিল নিষেধাজ্ঞা।
এদিকে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও টনি বেগ ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন, যা পরবর্তীতে নার্গিস ফাখরি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন।
বিয়ের পর নবদম্পতি মধুচন্দ্রিমার উদ্দেশ্যে সুইজারল্যান্ডে উড়াল দেন। সেখানকার কিছু বিশেষ মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন তারা। একটি ভিডিওতে দেখা গেছে, তারা একই সুইমিংপুলে সময় কাটাচ্ছেন। এছাড়া একই লোকেশনে আলাদা আলাদাভাবে ছবি তুলেছেন এই যুগল।
২০২৩ সালে প্রথম নার্গিস ফাখরি প্রকাশ করেন, তিনি প্রেম করছেন। তবে তখন তিনি তার প্রেমিকের নাম প্রকাশ করেননি। এদিকে আগে নার্গিস ও টনি বেগকে একসঙ্গে অনেকবার দেখা গেছে। টনি বেগের জন্ম কাশ্মীরে হলেও বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করেন এবং পেশায় একজন ব্যবসায়ী।
২০১১ সালে ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে নার্গিস ফাখরির। ক্যারিয়ারের প্রথমদিকে তার সহ-অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে উদয় চোপড়ার সঙ্গেও তার সম্পর্কের খবর শোনা যায়। তবে তার পূর্বের কোনো সম্পর্ক পরিণয়ে গড়ায়নি।